কাকদ্বীপে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

টোটো ভাড়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিজেপি ও তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার কাকদ্বীপে। ঘটনায় দুজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন। এই ঘটনায় ইতিমধ্যেই কাকদ্বীপ হারউড পয়েন্ট কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তৃণমূল কর্মীরা।
অভিযোগ কাকদ্বীপের হরিপুর থেকে আমতলা পর্যন্ত টোটোর ভাড়া নিয়ে সোমবার সকালে দুপক্ষের মধ্যে গণ্ডগোল হয়। এই ঘটনার পর সোমবার দুপুর নাগাদ স্থানীয় কিছু বিজেপি কর্মী খোকন দাস নামে এক বিজেপি নেতার নেতৃত্বে আচমকা এসে কাকদ্বীপ হাসপাতাল মোড়ের কাছে প্রসেনজিত দাস নামে তৃণমূল টোটো ইউনিয়নের কর্মীকে বেধড়ক মারধর করে বলে ও অভিযোগ। তাকে ঠেকাতে গিয়ে আরও একজন তৃণমূল কর্মী গুরুতর জখম হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সময়িক উত্তেজনা ছড়ায়।