আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর

আজ রেড রোডে বিসর্জন কার্নিভাল। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলোর রোশনাইয়ে মুড়ে ফেলা হয়েছে রেড রোড চত্বর। কার্নিভালের বিশেষ আকর্ষণ ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য। এবার ৬৭টি পুজো কার্নিভালে অংশ নিয়েছে। বিশ্বের দরবারে শারদোৎসবকে তুলে ধরতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়েছে রাজ্য সরকার।
শারদোৎসবের শেষ পাতে বিসর্জন কার্নিভাল। গত বছর থেকেই দুর্গা পুজোয় বাড়তি মাত্রা যোগ করেছে এই বিশেষ শোভাযাত্রা। উৎসবের রেশটুকু যেন ধরে থাকে। এ বছরও বিসর্জনের জন্য সেজে উঠেছে রেডরোড। মঙ্গলবার এই পথ ধরে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা যাবে। পর্যটন, পূর্ত, তথ্য- সংস্কৃতি দফতর এবং কলকাতা পুলিশ বিসর্জন কার্নিভালের আয়োজন করছে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে শোভাযাত্রা।