সীমান্তের কাছে ১৪ ফুট গভীর একটি সুড়ঙ্গের হদিস পেল বিএসএফ

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছে আর্নিয়া সেক্টরে ১৪ ফুট গভীর একটি সুড়ঙ্গের হদিস পেল ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার এই সুড়ঙ্গের হদিস পাওয়ার ঘটনায় সীমান্ত এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নির্মিয়মান এই সুড়ঙ্গটি দিয়ে উত্সবের সময় পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি ভারতের অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন বিএসএফের এক আধিকারিক। সুত্রের খবর, আর্নিয়া সেক্টরের দামানা অঞ্চলে তল্লাশি অভিযান চালানোর সময় এই সুড়ঙ্গটি আবিষ্কার করেছে বিএসএফ। সুড়ঙ্গটি ১৪ ফুট গভীর, ৩ ফিট উঁচু এবং ২.৫ ফিট চওড়া। সুড়ঙ্গ মধ্যে থেকে প্রচুর পরিমাণে গ্রেনেড, একে ৪৭ রাইফেল, সিলপার ব্যাগ, খাবার, মাঠি খো।াঁর সরঞ্জাম উদ্ধার করেছে বিএসএফ। বিএসএফের তরফ থেকে বিষয়টিকে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে তুলনা করা হয়েছে।