শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার নবম ও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশনে লাগবে আধার

News Sundarban.com :
অক্টোবর ১, ২০১৭
news-image

এবার থেকে নবম ও একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন করতে গেলে লাগবে আধার কার্ড। খুব তাড়াতাড়ি এই নিয়ম চালু করতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই। ২৬ সেপ্টেম্বর এই নিয়ে একটি সার্কুলার জারি হয়েছে। সিবিএসই-র প্রতিটি স্কুলে এই সার্কুলার ও বিস্তারিত তথ্য ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে তার আগে প্রতিটি স্কুলকে অনলাইন সাবমিশনের জন্য রেজিস্টার করাতে হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। এর জন্য তারা অ্যাফিলিয়েশন নম্বর ব্যবহার করতে পারবে। এটিই তাদের ইউজার আইডি। নতুন যেসব স্কুলগুলি অধিভুক্ত হয়েছে, তাদের আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই পাসওয়ার্ড পাওয়া যাবে বলে সার্কুলারে উল্লেখ করা আছে।