কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল

ভারতীয় রেলের সমস্যা ইউপিএ সরকারই ২০১৪ সালে আমাদের হাতে তুলে দিয়ে গেছে।বিরোধীদের সমালোচনার জবাব দিয়ে এভাবেই পূর্ববর্তী কেন্দ্র সরকারকে আক্রমণ করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
রেলমন্ত্রী আরও বলেন, সমালোচনা যদি করতেই হয় তবে অন্য কিছু নিয়ে করুন। উন্নয়নের প্রশ্নে তাঁদের উচিত সরকারের পাশে দাঁড়ানো, যাতে ভালো পরামর্শ দিয়ে আরও উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। রাজনীতির ঊর্ধ্বে ওঠার এটাই সুবর্ণ সুযোগ। তিনি বলেন, যাঁরা বুলেট ট্রেন নিয়ে সমালোচনা করছেন, তাঁরা নিশ্চয়ই চাইবেন না বুলেট ট্রেনের মতো অত্যাধুনিক প্রযুক্তির রূপায়ন না করে মানুষকে আরও কষ্ট দেওয়া হোক।