৭০০ টন ত্রাণ নিয়ে রোহিঙ্গাদের জন্য ভারতের জাহাজ চট্টগ্রামে

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাতশ’ টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টায় ‘আইএনএস ঘরিয়াল’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের ১ নম্বর জেটিতে ভিড়ে।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এম এন ইস্পাহানি লিমিটেড এর কর্মকর্তা লোকো প্রিয় বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ জাহাজে ৬৭ হাজার ১৬৭ প্যাকেটে ৭০০ টন ৬০০ কেজি ত্রাণ এসেছে। এর মধ্যে চাল, ডাল, ভোজ্য তেলসহ ভোগ্যপণ্য সামগ্রী রয়েছে।
তিনি আরও জানান, ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা আজ আনুষ্ঠানিকভাবে ত্রাণ সামগ্রী হস্তান্তর করবেন।
এর আগে দুইবার বিমানে রোহিঙ্গাদের জন্য ভারত ত্রাণ সামগ্রী পাঠায়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সেনা-পুলিশের ৩০টি চৌকিতে হামলার পর দমন-পীড়ন শুরু করে দেশটির সেনাবাহিনী। এরপর প্রাণভয়ে স্রোতের মতো বাংলাদেশে আসতে শুরু করে রোহিঙ্গারা।
ইউএনএইচসিআরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ আগস্টের পর এখন পর্যন্ত ৪ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমার সেনাবাহিনীর বল প্রয়োগের মুখে প্রাণভয়ে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে।
এর আগে বৌদ্ধ অধ্যুষিত দেশটিতে জাতিগত নির্মূলের নীল-নকশার নির্যাতনে বিপুল সংখ্যক রোহিঙ্গা নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বছরের পর বছর ধরে বাংলাদেশে বাস করছেন।