বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ সালমনের

বলিউড অভিনেতা সালমান খান কবে বিয়ে করবেন, সে বিষয়ে তার অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এখনও পর্যন্ত সালমানের বিয়ের কোনও খবর নেই।
তবে বিশেষ সূত্রে খবর, শীঘ্রই সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন এই বলিউড তারকা।
ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ অনেক নায়িকার সঙ্গেই সলমনের সম্পর্কের কথা শোনা যায়। কিন্তু তাদের কারও সঙ্গেই শেষপর্যন্ত আর বিয়ে হয়নি বলিউডের ভাইজানের। শেষবার শোনা গিয়েছিল, তিনি বিয়ে করতে চলেছেন লুলিয়া ভান্তুরকে। কিন্তু লুলিয়ার সঙ্গেও সালমানের বিয়ে হয়নি।
সালমান একাধিকবার বলেছেন, তার বিয়ে করার কোনও ইচ্ছা নেই। তবে নিজের সন্তান চান। সেই কারণেই সারোগেসির মাধ্যমে বাবা হতে চলেছেন সলমন।
১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিগ বস ১১। এই রিয়্যালিটি শো নিয়ে এখন ব্যস্ত সালমান। এছাড়া রেম ডি’সুজার পরবর্তী ছবি রেস ৩-তেও কাজ করবেন তিনি। কিছুদিন পরেই এই ছবির শ্যুটিং শুরু হবে বলে জানা গিয়েছে। সূত্র: এবিপি