বনধ প্রত্যাহারের ঘোষনা বিমলের

১০৪ দিন বনধ চলার পর দার্জিলিং থেকে বনধ প্রত্যাহারের ঘোষনা দিয়েছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। বুধবার সকাল থেকে দার্জিলিংয়ের জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। অবশ্য এই ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মোর্চার কাছে বনধ তুলে নেবার আবেদন জানান। তিনি বলেছেন, মোর্চা ও তার নেতা বিমল গুরুংকে আবেদন করছি, বর্তমান উৎসবের মৌসুমে পাহাড়ে স্বাভাবিকতা ফেরানোর ইতিবাচক পরিবেশ সৃষ্টির জন্য চলতি বনধ তুলে নিন। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে তিনি গোর্খা জনমুক্তি মোর্চার দাবিসমূহ নিয়ে আলোচনার জন্য ১৫ দিনের মধ্যে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছেন। এদিনের বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণতন্ত্রে আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ। আইনের চৌহদ্দির মধ্যে সংযম, পারস্পরিক মতামত আদানপ্রদানের মধ্যেই সমাধান বেরিয়ে আসে। গোর্খাল্যান্ডের দাবিতে অনির্দিষ্টকালের পাহাড় বনধের মঙ্গলবার ছিল ১০৪-তম দিন। এই বনধে ১১টি অমূল্য জীবন এ পর্যন্ত নষ্ট হয়েছে, সাতজন জখম হয়েছেন, গোটা দার্জিলিঙের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েচেন রাজনাথ সিং।