শনিবার, ১৮ই মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রেমের সম্পর্কের পর ইসলামধর্ম গ্রহণ করে মুসলিম নারীকে বিয়ে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৬, ২০১৭
news-image

এক নারীর সঙ্গে দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পবিত্র ইসলাম ধর্মগ্রহণ করে সংসার জীবন শুরু করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাগুরা সদর থানা কমিটির সদস্য সচিব পার্থ সারথী বিশ্বাস।
জানা গেছে, ওই মুসলিম নারী এক সন্তানের জননী। মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের এক নেতা সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদর থানা কমিটির সদস্য সচিব পার্থ সারথী বিশ্বাস দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছে ছিলেন। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর একপর্যায়ে ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মুসলিম নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। ওই নারীর ১৮ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

এ ঘটনায় পার্থ সারথী বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।