বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনে জয়ী হতে চলেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৫, ২০১৭
news-image

জার্মানির সাধারণ নির্বাচনে জয়ী হতে চলেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

এর মধ্য দিয়ে তিনি চতুর্থ দফায় দেশটির নেতৃত্ব দিতে চলেছেন বলে বুথফেরত জরিপে আভাস পাওয়া গেছে। বিবিসি এ খবর জানিয়ে বলেছে, চতুর্থবারের মতো চ্যান্সেলর হতে লড়ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটির পার্টির (সিডিইউ) প্রধান মার্কেল।

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোট শেষে শুরু হবে গণনা। মার্কেলের দলই গত এক দশকের বেশি সময় ধরে জার্মানির পার্লামেন্ট বুন্দেস্টাগের সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়।

বর্তমান চ্যান্সেলর মার্কেলকে এবারের নির্বাচনে জোট সরকারে তারই শরিক মধ্য-বামপন্থি সোশাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) মার্টিন শুলজের মুখোমুখি হতে হবে।