বারুইপুর প্রগতি সংঘের পুজো উদ্বোধনে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী

চতুর্থীর সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলার চার চারটি পুজো উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। রবিবার সকাল দশটা নাগাদ বারুইপুর থানার অন্তর্গত পদ্মপুকুর ইউথ ক্লাবের ৯৮ তম পুজো মন্ডপের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যপাল। সাথে ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুরের মহকুমা শাসক শ্যামা পারভিন। এরপর বারুইপুর প্রগতি সংঘের পুজো মণ্ডপ ও প্রতিমার আবরণ উন্মোচনে যান রাজ্যপাল। সেখান থেকে সোনারপুর থানার অন্তর্গত রাজপুর এম এন রায় রোড নবারুণ সংঘের পুজো মণ্ডপ উদ্বোধন করেন মাননীয় রাজ্যপাল। এখানে অবশ্য রাজ্যপাল ছাড়া ও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। অবশেষে সোনারপুর থানার অন্তর্গত রিক্রিয়েশান ক্লাবের পুজো মণ্ডপের দ্বার উদ্ঘাটন করেন রাজ্যপাল। প্রতিবছরই রাজ্যপাল এই জেলার একাধিক পুজোর উদ্বোধন করে থাকেন।