অবাক হবেন না তো ‘ওম শান্তি ওম’-এ দীপিকার পারিশ্রমিক শুনলে

পরিচালক ফারহা খানের হাত ধরে ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। প্রথম ছবিতেই বাজিমাত করে ফেলেন। দর্শকদের মন জিতে নেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। শুধুই উপরে উঠে চলেছেন। আর আজ তিনি দেশের সবথেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী । অনেক বড় বড় অভিনেতাও তার সমান পারিশ্রমিক পায় না। কিন্তু এটা কি জানেন, প্রথম ছবি ‘ওম শান্তি ওম’-এর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছিলেন দীপিকা? টাকার অঙ্কটা জানলে অবাক হয়ে যাবেন! শুনলে অবাক হবেন, ‘ওম শান্তি ওম’-এ অভিনয় করার জন্য এক পয়সাও পারিশ্রমিক নেননি দীপিকা পাড়ুকোন! কি চমকে গেলেন তো? এটা একদম সত্যি কথা। আসলে বড় বড় ইন্ডাষ্ট্রিতে, এমন অনেক ঘটনাই ঘটে যা প্রকাশ পায় কয়েক বছর পর।