বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘরের মাঠে পিএসজিকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে মপিঁলিয়ে

News Sundarban.com :
সেপ্টেম্বর ২৪, ২০১৭
news-image

ফরাসি লিগের নতুন মৌসুমে টানা ছয় ম্যাচ জিতে যেন ওড়ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। সপ্তম রাউন্ডে এসে অবশেষে জয়ররথ থামল দলটির। শনিবার ঘরের মাঠে পিএসজিকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে মপিঁলিয়ে।

পায়ের ইনজুরির কারণে মপিঁলিয়ে ম্যাচে নেইমারকে বিশ্রাম দিয়েছে পিএসজি। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে উনাই এমেরির দল।

নেইমার না থাকায় নজর ছিল কিলিয়ান এমবাপ্পের দিকে। তবে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেয়া এই ফরাসি তারকার দুটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মপিঁলিয়ে গোলরক্ষক বেঞ্জামিন লেকোতে। অবশ্য নেইমার না থাকায় নিজেদের সেরা খেলা উপহার দিতে ব্যর্থ হয় পিএসজি।

এই ড্রয়ের ফলে মোনাকোর সঙ্গে পয়েন্ট ব্যবধান একে নেমে এসেছে পিএসজির। ৭ ম্যাচ শেষে ১৯ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে এমেরির দল। শুক্রবার রাদামেল ফ্যালকাওয়ের জোড়া গোলে লিলেঁকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়া মোনাকো ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে।