৭১ বর্ষে পড়ল কমলা ক্লাবের দুর্গাপুজো

৭১ বর্ষে পড়ল কমলা ক্লাবের দুর্গাপুজো। সাবেক ও আধুনিকতার মিশেলে সব মিলিয়ে মণ্ডপটি অপরূপ সাজে সেজে উঠেছে। বলতে গেলে বারুইপুরের প্রাচীন পুজোগুলির মধ্যে আরও একটি প্রাচীন পুজো হল কমলা ক্লাবের এই পুজো। প্রতিমা শিল্পী বরুণ পাল তাঁর শেষ মুহূর্তের তুলির টানে রাঙিয়ে তুলছেন দুর্গা মাকে। মাটির প্রতিমা গড়ছেন। ক্লাবের এই প্রচেষ্টাকে বাস্তবায়িত করতে দিন-রাত কাজ করে চলেছে মণ্ডপশিল্পী। ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট নারায়ণ নাইয়া বলেন, এই পুজো আমাদের কাছে একটা গর্বের বিষয়। কারণ, এত প্রাচীনকালের পুজো যা আমরা আজও তিথি অনুসারে এবং পুজোর নিয়মশৃঙ্খলা মেনেই পুজো করছি। মানুষ সারা বছরের দুঃখ বেদনা ও অক্লান্ত পরিশ্রমকে দূরে রেখে আনন্দে শামিল হন এই পুজো মরশুমের কয়েকটি দিনে। এছাড়াও তিনি আরও বলেন, আমাদের এবছররের বাজেট ৩ লক্ষ টাকা।