৩৩তম বর্ষে পুরন্দরপুর মুক্তি সংঘ

বলতে বলতে পুজো একদম দোরগোড়ায়। বারুইপুরের পুরন্দরপুর মুক্তি সংঘের পুজো। তাদের এবারের ভাবনা পোড়ামাটি ও টেরাকোটার। ৩৩তম বর্ষের ভাবনাকে বাস্তবায়িত করছেন সাথী ডেকরের্টস। একমাস আগে থেকে শুরু করেছিল এই মণ্ডপের কাজ। মৃণ্ময়ী কে চিন্ময়ী রুপ দিতে শেষ তুলির টান দিচ্ছেন প্রতিমা শিল্পী। পুজোর সেক্রেটারি তাপস কর্মকার বলেন, আমরা ঠিক সময়ে এই মণ্ডপ ও প্রতিমার দৃশ্য যাত্রীদের সামনে উপস্থাপন করতে পারব। আমরা আশা রাখি, গত বাড়ের তুলনায় এবছর অনেক যাত্রী টানতে পাবর। তিনি আরও বলেন, এবছর আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়াকড়ি ভাবে রাখা হচ্ছে। স্থানীয় পুলিশ আধিকারিক থেকে শুরু করে থাকছেন পুজো কমিটির স্বেচ্ছাসেবক। এবছরের আমাদের বাজেট থাকছে সাড়ে তিনলক্ষ টাকা।