দু’দিনের সফরে বারাণসী আসছেন প্রধানমন্ত্রী

দুই দিনের সফরে শুক্রবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসী আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়ে বারাণসীর জেলাশাসক যোগেশ্বর রাম মিশ্র জানিয়েছেন, শুক্রবার জেলার ১৭ টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তারপর বারাণসী থেকে ভাদোদারাগামী মহামানা এক্সপ্রেস ট্রেনের পতাকা নেড়ে উদ্বোধন করবেন তিনি। এছাড়া বারাণসীর দুর্গাকুন্ডে প্রখ্যাত তুলসি মানস ও দুর্গা মন্দির দর্শন করবেন তিনি। সেখানে রামায়ণের উপর চিত্রিত পোস্টাল স্টেম্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এরপর ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের এক অনুষ্ঠানে যোগ দিতে বিখ্যাত আসি ঘাটে আসবেন তিনি। পরের দিন অর্থাৎ ২৩ শে সেপ্টেম্বর ‘পশু আরগ্য মেলার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।