সু চিও চান তার দেশের বাসিন্দারা তার দেশেই ফিরে আসুক: রাজনাথ

রোহিঙ্গারা অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেছেন বলে জিনিউজরে এক প্রতিবেদনে বলা হয়।
রাজনাথ বলেন, রোহিঙ্গারা বেআইনি অনুপ্রবেশকারী।তাদেরকে উদ্বাস্তু ভেবে ভুল করবেন না।
তিনি বলেন, রোহিঙ্গারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। তারা উদ্বাস্তু নয়। তারা আশ্রয়ও চায়নি। রোহিঙ্গাদের এভাবে ভারতে অনুপ্রবেশের ফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, ভারতের রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্তও যুক্তিসঙ্গত। কারণ মায়ানমার প্রধান সু চিও চান তার দেশের বাসিন্দারা তার দেশেই ফিরে আসুক।
রোহিঙ্গাদের সঙ্গে বেশকিছু ক্ষেত্রে জঙ্গিযোগের প্রমাণ মিলেছে এরই মধ্যে।বিষয়টি ইতিমধ্যে সু্প্রিমকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে কেন্দ্র সরকার।
এদিকে, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সেখানে দেশটির সেনাবাহিনীর চালানো সহিংস অভিযানে রোহিঙ্গাদের ঘরবাড়ি পোড়ানো, গণহত্যা ও গণধর্ষণের ঘটনা ঘটে।
জাতিসংঘ বলছে, এর জের ধরে ২৫ আগস্ট থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে প্রায় ৪ লাখ ২০ হাজার রোহিঙ্গা।
আন্তর্জাতিক মহলে এ সহিংস অভিযানের তুমুল সমালোচনা হচ্ছে বেশ কিছুদিন ধরে। জাতিসংঘেও বিভিন্ন দেশের রাষ্ট্র নেতারা এর কড়া সমালোচনা করেছেন।