নতুন নতুন রূপে হাজির হচ্ছেন এই আইসক্রিম গার্ল পুনম

মডেল হিসেবে কর্মজীবনের শুরু। গ্রেডারাক্স ম্যানহান্ট ও মেগা মডেল প্রতিযোগিতা সেরা নয়ে ছিলেন। ২০১০ সালে ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি স্থান পায়। বর্তমানে তিনি বলিউড ও তেলেগু চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা। বলছিলাম দিল্লির মেয়ে পুনম পাণ্ডের কথা।
গত এপ্রিলে নিজের অ্যাপ লঞ্চ করেন পুনম। কিন্তু সেই অ্যাপ ডাউনলোড করতে পারেননি ভক্তদের একাংশ। কিন্তু এতে দমে যাননি পুনম। উল্টো ভক্তরা যাতে আরও বেশি করে তার ওয়েবসাইটে ঢুঁ মারেন সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন রূপে হাজির হচ্ছেন এই আইসক্রিম গার্ল।
পুনম পাণ্ডের টুইটার পেজ থেকে নেওয়া ছবি
একের পর এক টপলেস ছবি প্রকাশ করে ভাইরাল পুনম। এবার আবারও অর্ধনগ্ন ছবি পোস্ট করে নিজের টুইটার পেজকে আলোচনায় আনলেন এই আবেদনময়ী। পুনমের ওই ছবি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়।
এবারও ভক্তদের আকর্ষণ করতে এবং নিজেকে আলোচনার কেন্দ্রে রাখতেই পুনম টপলেস অবস্থায় টুইটারে হাজির হয়েছেন বলে বলিউডের সিনেমা সংশ্লিষ্টদের একাংশের ধারণা। সূত্র: জিনিউজ।