বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

সেরা হতে চরম ব্যস্ততা চলছে প্রতিটি পুজো মণ্ডপে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

দুর্গাপুজোর বাকি আর ১ সপ্তাহ। তারপরেই শারদিয়া উৎসবের মেজাজে মেতে উঠবেন প্রত্যেকেই। দর্শনার্থীদের কাছে নিজেদের সেরা তুলে ধরতে এখন চরম ব্যস্ততা প্রতিটি পুজো মণ্ডপে। মণ্ডপশিল্পীরা এখন তাঁদের কাজ শেষ করার তোড়জোড় শুরু করে দিয়েছেন। মাঝে ১ সপ্তাহ বাকি, তাই সময় কম। তারমধ্যেই নিজেদের চিন্তাধারাকে ফুটিয়ে তুলতে হবে দর্শনার্থীদের কাছে। কে কেমন কার থেকে বেশি মানুষের কাছে পৌঁছবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু। শিলিগুড়িতে বিগ বাজেটের বেশ কয়েকটি দুর্গাপুজো হয়ে থাকে। এরমধ্যে উল্লেখযোগ্য হল নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে সেন্ট্রাল কলোনী দুর্গাপুজো কমিটি, দাদাভাই স্পোর্টিং ক্লাব, সঙ্ঘশ্রী, উইনার্স, সুব্রত সঙ্ঘ, রথখোলা সহ আরও বেশ কয়েকটি। শিলিগুড়িতে ছোট–বড় মিলিয়ে প্রায় ৪০০টি পুজো হয়ে থাকে। এরমধ্যে বিগ বাজেটের পুজো যাদের মধ্যে বছরের সেরা দুর্গাপুজো কমিটির শ্রেষ্ঠত্বের লড়াই প্রতিবছর লেগে থাকে। এবছর তার ব্যতিক্রম হচ্ছে না। এবছরও দাদাভাই স্পোর্টিং ক্লাব বেশ ভাল পুজো করছে। এবছর তাঁদের থিম রূপ সনাতন, স্নেহের বাঁধন। পুরো পুজো মণ্ডপ এবার থার্মোকল, লোহার ছোট ছোট জালি দিয়ে অপরূপ সাজিয়ে তোলা হয়েছে।তুলে ধরা হচ্ছে মায়ের মণ্ডপে রাতের আকাশ। সেন্ট্রাল কলোনীও এবছর বাঁশ দিয়ে অপরূপ মণ্ডপ তৈরি করেছে। বাদ যায়নি সঙ্ঘশ্রী এবং সুব্রত সঙ্ঘও। প্রত্যেকেই বছরের সেরা হতে নিজেদের সেরাটা দিতে ব্যস্ত। কিভাবে দর্শনার্থীদের কাছে নিজেদের সৃশনশীলতা তুলে ধরা যায় তা এখন চোখে পড়ছে প্রতিটি পুজো মণ্ডপে। দিন–রাত কাজ চলছে।