শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসর্জন নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দীলিপ ঘোষের

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

দেবী দুর্গার বিসর্জন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। সোমবার সকালে বিজেপি কর্মীদের নিয়ে বনগাঁ বিনোদ কমিউনিটি হলে একটি কর্মী সম্মেলন করে তিনি বলেন, দুর্গাপূজা বাঙালীর সবচেয়ে আনন্দের পুজো দিদি সেটিকে শোকের পুজোয় পরিনত করছে৷ এটা শুধু রাজনৈতিক করনে৷ যেটা চলতে পারেনা।
কেন্দ্রের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের ২২ টি লোকসভা কেন্দ্রের দায়িত্ব চার-পাঁচ জন কেন্দ্রীয় নেতার উপর দেওয়া হয়েছে। যার মধ্যে বনগাঁ সহ চারটি লোকসভার দায়িত্ব বিজেপি রাজ্য সভাপতি ঘোষের উপর। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মত এদিন সকালে কর্মীদের নিয়ে বনগাঁ বিনোদ কমিউনিটি হলে একটি কর্মী সম্মেলন করেন তিনি।কিছুদিন আগে হাবরার একটি কর্মসালায় এসে খাদ্যমন্ত্রী জ্যাতিপ্রিয় মাল্লিক দাবি করেন বিজেপি থেকে রাজ্যের বেশ কিছু নেতানেত্রী তৃণমূলে খুব তাড়াতাড়ি যোগ দেবেন।সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “উনি দিবাস্বপ্ন দেখছেন, দেখতেই পারেন৷ কিন্তু আগে নিজের ঘর সামলান, এমন না হয় ওনার ঘরেই সব ফাঁকা হয়ে যায়৷ এমন কিন্তু সম্ভবনা আছে।