মঙ্গলবার, ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হেঁটে যাওয়া লোকটিকে চিনতে পারছেন ?

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৯, ২০১৭
news-image

ছবিতে ডান পাশ দিয়ে হেঁটে যাওয়া লোকটিকে চিনতে পারছেন? নোংরা পোশাক পরা, ধুলা-ময়লা মাখা মুখ, মাথা ভর্তি উস্কো খুস্কো চুল। দেখে অনেকটা বলিউড পারফেশনিস্ট আমির খানের মতো লাগছে।

কী ভাবছেন, চেহারায় মিল থাকলেও এমন লোক আমির খান হতেই পারে না? বিশ্বাস করুন বা না করুন ছবির ব্যক্তিই আমির। আমির খানের আসন্ন সিনেমা ‘ঠগস অব হিন্দোস্তান’-এর শুটিং ফ্লোরের ছবি এটি।

যশ রাজ ফিল্মসের ব্যানারে নতুন এ ছবিতে জলদস্যুর ভূমিকায় অভিনয় করছেন মি. পারফেকশনিস্ট। ছবিতে তার লুক অনেকটাই ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এ জনি ডেপের মতো। মাল্টার সমুদ্রে ছবির শুটিংও হয়েছে কিছুটা।

এই ছবিতে ভিনদেশী চেহারা নিয়ে প্রথম থেকেই শিরোনামে আমির। আমির খান প্রোডাকশন্সের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবি নেওয়া হয়েছে!

‘ঠগস অব হিন্দোস্তান’ ছবিতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কইফ ও ‘দঙ্গল’ খ্যাত ফতিমা সানা শেখ। ২০১৮ সালে নভেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে। সূত্র: জিনিউজ।