শশীকলা শিবিরের ১৮ বিধায়কের পদ খারিজ

তামিলনাড়ুতে বড়সড় ধাক্কা খেল এঅাইএডিএমকের শশীকলা-দিনাকরণ শিবির। সোমবার বহিষ্কৃত ডেপুটি জেনারেল সেক্রেটারি টিটিভি দিনাকরণ ঘনিষ্ঠ ১৮ বিধায়কের বিধায়ক পদ বাতিল করার নির্দেশ দিলেন তামিলনাড়ু বিধানসভার স্পিকার পি ধানাপাল। দিনাকরণ ঘনিষ্ঠ এই বিধায়করা বর্তমানে কর্নাটকের কর্গের একটি রিসর্টে রয়েছেন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে হবে কে পালানিস্বামীকে।
এক বিবৃতিতে তামিলনাড়ু বিধানসভার সচিব কে বুপ্যাথি বলেন, “ভারতীয় সংবিধানের দশম সিডিউল অনুযায়ী স্পিকার ১৮ জন বিধায়কের পদ বাতিলের নির্দেশ দিয়েছেন। এদিন থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে।”
এই ১৮ বিধায়কের মধ্যে রয়েছেন ভি সেন্থিল বালাজি, এস মারিয়াপ্পানের মতে এঅাইএডিএমকের নেতারা। এর আগে পন্নিরসেলভম এবং ই পালানিস্বামী জোটবদ্ধ হয়ে দলের অন্তবর্তী জেনারেল সেক্রেটারির পদ থেকে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত শশীকলা নটরাজনকে বহিষ্কার করেন। শশীকলার ভাইপো দিনাকরণকেও বহিষ্কার করা হয়। যদিও প্রায় ২০ জন দিনাকরণ ঘনিষ্ঠ বিধায়ক পালানিস্বামী-পন্নিরসেলভম সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহার করেছেন। ফলে সরকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রশ্ন ওঠে।