দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আগুনে মৃত্যু হল ২ জনের, জখম ১

দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে নিমিশেই দুটি ট্রাকে বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনে দুটি ট্রাকই পুরোপুরি পুড়ে যায়। মৃত্যু হয়েছে ২ জনের। একজন আহত হয়েছে। ঘটনাটি সোমবার ভোররাতে ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে। জানা গেছে, এদিন ভোর সাড়ে চারটা নাগাদ ফুলবাড়ি বাইপাস দিয়ে কলকাতাগামী একটি ট্রাকের সঙ্গে অপর দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রাকেই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাক দুটি। আগুনের হাত থেকে রেহাই পায়নি গাড়ি দুটির চালকরা। চালকের আসনে বসেই ঝলসে যায় চালকরা। পরে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ এবং দমকল বাহিনী ছুটে আসে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে দমকল বাহিনী।