কটূক্তির প্রতিবাদ করায় বেধড়ক মারধর, জখম পাঁচ

এলাকায় চোলাই মদ বিক্রির জন্য প্রতিবাদ করেছিলেন গৌতম নস্কর নামে এক ব্যক্তি। সেই ঘটনার পর থেকেই চোলাই ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের লোকজন প্রতিনিয়ত প্রতিবাদী গৌতম নস্কর ও তার পরিবারের লোকেদের দেখলেই কটূক্তি করত। বাড়ির পাশ বা সামনে দিয়ে যাওয়ার সময় কটূক্তির পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করত অভিযুক্তরা। রবিবার বিকেলে সেই কটূক্তির প্রতিবাদ করায় অভিযুক্তদের হাতে বেধড়ক মার খেতে হল ঐ প্রতিবাদীর পরিবারকে। ঘটনায় গুরুতর জখম গৌতম নস্কর ও তার পরিবারের সকলে। দুষ্কৃতীদের মারের হাত থেকে রক্ষা পাননি গৌতম বাবুর বাবা প্রাক্তন শিক্ষক প্রভাস নস্করও। আহত গৌতম বাবুর মা, স্ত্রী ও বোন। এমনকি মারধরের পর হাসপাতালে যেতে দেওয়া হয়নি দীর্ঘক্ষণ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার গোচরণ পূর্ব পাঁচগাছিয়া নস্কর পাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।