অস্ত্রের কোপে গুরুতর জখম দুই

দুষ্কৃতিদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম দুই যুবক। রবিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার মানিকপুর সুভাষ ব্লকে। আহতদের নাম তন্ময় পৈলান ও সুশান্ত নাথ। গুরুতর জখম অবস্থায় দুজনকে রাতেই রাস্তা থেকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাদের এস এস কে এম হাসপাতালে স্থনান্তরিত করা হয় চিকিসার জন্য। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।