বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রদ্যুম্ন হত্যাকান্ড, এবার শোকজ করল স্কুল কর্তৃপক্ষকে

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ৭ বছরের পড়ুয়া প্রদ্যুম্ন ঠাকুরের হত্যার পর সিবিএসই নিয়োগ করা দুই সদস্যের কমিটি শোকজ করল স্কুল কর্তৃপক্ষকে। রায়ান কর্তৃপক্ষের তরফে কর্তব্য পালনে চরম গাফিলতির অভিযোগ করেছে তথ্যানুসন্ধানী কমিটি। শোকজ নোটিসে তারা বলেছে, ন্যূনতম নিরাপত্তার বন্দোবস্ত করতেও ব্যর্থ স্কুলের পরিচালকরা।
কমিটির বক্তব্য, স্কুল কর্তৃপক্ষ দায়িত্ববোধ, সাবধানতার সঙ্গে কর্তব্য পালন করলে হয়তো এই দুর্ভাগ্যজনক মৃত্যু এড়ানো যেত। বোর্ডের নির্দেশমতো ন্যূনতম নিরাপত্তার আয়োজনও করতে পারেনি তারা। সমগ্র ঘটনাক্রম থেকে স্কুল তার পড়ুয়াদের নিরাপত্তা দিতে পারেনি, চরম গাফিলতি দেখিয়েছে।
১৫ দিন সময় দিয়ে শোকজ নোটিসের জবাব পাঠাতে বলা হয়েছে রায়ান কর্তৃপক্ষকে। জানতে চাওয়া হয়েছে, কেন সিবিএসইর উপধারা জেনেশুনে লঙ্ঘন করায় তাদের অনুমোদন প্রত্যাহার করা হবে না।