বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

দিল্লিতে জেটলি সকাশে মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৮, ২০১৭
news-image

দিল্লিতে কেন্দ্ৰীয় অর্থমন্ত্ৰী অরুণ জেটলির সঙ্গে এক বৈঠকে মিলেছেন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। কেন্দ্ৰীয় বন্যা সাহায্য রিলিজ এবং রাজ্যের দুই কাগজ কল যথাক্রমে জাগিরোড ও পাঁচগ্রাম প্রসঙ্গ নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। মুখ্যমন্ত্ৰীর দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্ৰহণের আশ্বাস অর্থমন্ত্ৰী জেটলি দিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।
এছাড়া নয়াদিল্লিতে আয়োজিত ‘অরুণোদয়’ শীর্ষক এক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। উত্তর-পূর্বাঞ্চল ছাত্র ও যুব সম্মিলনীর উদ্যোগ আয়োজিত অনুষ্ঠানে অঞ্চলের যুবক-যুবতীদের দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাওয়ার ডাক দিয়েছেন সর্বানন্দ সনোয়াল।