লন্ডনে বিস্ফোরণের দায় স্বীকার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-র

ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইসিসের পক্ষ থেকে লন্ডনের টিউব রেলে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়েছে। আইসিসের মুখপত্র আমাকে এই বিস্ফোরণের দায় স্বীকার করা হয়েছে। উল্লেখ্য শুক্রবার স্থানীয় সময় সকাল ৮:২০ নাগাদ লন্ডনের একটি মেট্রো ট্রেনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আহত হন ২৯ জন মানুষ।
ইংল্যান্ডের গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি বাড়িতে বানানো হয়েছিল। ভিড়ে ঠাসা একটি ট্রেনে এই বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর গোটা ইংল্যান্ড জুড়ে চূড়ান্ত সর্তকতা জারি করা হয়েছে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টেরেসা মে এই সন্ত্রাসবাদী হামলাকে জাতীয় নিরাপত্তার প্রতি হামলা বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য গত ছয় মাসে এই নিয়ে পাঁচবার সন্ত্রাসবাদী হামলা হল ইংল্যান্ডে। আহত ২৯ জনের শারীরিক অবস্থা এখন ভাল আছে বলে চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে।