১৭ তলা থেকে ঝাঁপ মারছে ছাত্রী, তারপর

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের গুইঝু প্রদেশের মেয়েটি ক’দিন ধরেই হতাশাগ্রস্ত ছিল।
১৭ তলা বাড়ির ছাদের কার্নিশে দাঁড়িয়েছিল মেয়েটি। মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করতে যাচ্ছিল সে। কিন্তু শেষ মুহূর্তে পিছন থেকে এগিয়ে এল দু’টি হাত। উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের ছাত্রীকে বাঁচিয়ে নিলেন স্কুলের প্রিন্সিপাল। এই রোমহর্ষক ঘটনার ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চিনের গুইঝু প্রদেশের মেয়েটি ক’দিন ধরেই হতাশাগ্রস্ত ছিল। সম্প্রতি স্কুলে এসে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে। কাউকে কিছু না বলেই চলে যায় বিল্ডিং-এর ছাদে। পরে তাকে কার্নিশের ধারে দাঁড়িয়ে থাকতে দেখে লোকজনও জড়ো হয়ে যায়। ছুটে আসেন দমকল কর্মীরাও। কিন্তু তাঁদের দেখে সরে যেতে বলে মেয়েটি।