হাতের শিরাকাটা অবস্থায় উদ্ধার গৃহবধূর দেহ

নদিয়ার রানাঘাট থানার হবিবপুর পান পাড়ায় হাতের শিরাকাটা অবস্থায় এক গৃহবধূর দেহ উদ্ধার । মৃতার নাম কণিকা দেবনাথ (৩৩)। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে । হবিবপুর ঘোষ পাড়ার বাসিন্দা পেশায় চাষি ঝন্টু সরকারের মেয়ে কণিকার বছর ১৫ আগে বিয়ে হয়। কণিকার স্বামীর নাম গৌতম দেবনাথ। তিনি পেশায় হোটেল ব্যবসায়ী। মুম্বইতে তাঁর হোটেলের ব্যবসা আছে। মৃতার পরিবারের দাবি, বিয়ের পর সব কিছু ঠিকঠাক থাকলেও গোল বাঁধে বছর পাঁচেক আগে। অভিযোগ, সেই সময় গৌতমের সঙ্গে স্থানীয় এক মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হয়। তারপর থেকে লাগাতার কণিকার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছিল স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। মাঝে কণিকাকে ডিভোর্সের জন্যও চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু, শ্বশুরবাড়ির সেই দাবি মানেননি কণিকা। এরপরই কণিকার বাপেরবাড়ির লোকজন বৃহস্পতিবার রাতে স্থানীয় হবিবপুর স্বাস্থ্যকেন্দ্রে তাঁর দেহ উদ্ধার করেন। দেহ সেখানে ফেলে রেখে পালায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে হাসপাতাল থেকে কণিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট থানার পুলিশ।