স্পঞ্জ কারখানায় বিধ্বংসী আগুন

হাওড়ার সাঁকরাইলে বিধ্বংসী আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল স্পঞ্জ কারখানা| শুক্রবার দুপুর ১টা নাগাদ সাঁকরাইল শিল্পতালুকের একটি স্পঞ্জ কারখানায় আগুন লাগে। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে স্পঞ্জ কারখানা। গোটা কারখানা চত্বর কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১০টি ইঞ্জিন। ততক্ষণে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় স্পঞ্জ কারখানা। দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।