মন্ত্রীর মুখে গালিগালাজ শুনে স্তম্ভিত ব্যাঙ্ককর্মীরা

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ঢুকে কর্মীদের চড় মারার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সঙ্গে চলল অশ্লীল ভাষায় গালিগালাজ। মন্ত্রীর মুখে এহেন গালিগালাজ শুনে স্তম্ভিত ব্যাঙ্ককর্মীরা। ঘটনাটি কোচবিহারের ঘুঘুমারি এলাকার।
আজ দুপুরে কোচবিহার থেকে দিনহাটা ফিরছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। ঘুঘুমারি এলাকায় ব্যাঙ্কের একটি শাখায় প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে লেনদেনের কোনও কাজ হচ্ছিল না। লাইনে দাঁড়িয়ে ছিলেন গ্রাহকরা। মন্ত্রীও যাওয়ার পথে সেখানে দাঁড়িয়ে পড়েন। গ্রাহকরা মন্ত্রীকে অভিযোগ করেন, দু-তিন দিন ধরে এই দুর্ভোগ চলছে।
এরপরই সদলবলে ব্যাঙ্কের ভেতর ঢুকে পড়েন রবীন্দ্রনাথবাবু। শুরু হয় গালিগালাজ। এক ব্যাঙ্ককর্মীকে চড় মারার হুমকিও দেন। ব্যাঙ্ককর্মীর কোনও কথাই শুনতে চাননি তিনি। অভিযোগ, গালিগালাজ করতে করতেই তিনি ব্যাঙ্ক ছাড়েন।