অবৈধ প্রেম , গ্রামবাসীদের মারে মৃত প্রেমিকা

বিহারের আরারিয়াতে এক বিবাহিত মহিলা ও তাঁর প্রেমিককে ধরে পেটাল গ্রামবাসীরা। গ্রামবাসীদের বেধড়ক মারের চোটে মারা গিয়েছেন ওই মহিলা। তাঁর প্রেমিক গুরুতর জখম। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নিরপাটগঞ্জ পুলিশ স্টেশনের অন্তর্গত মাধুরার উত্তর পঞ্চায়েতে।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল এখানকার বাসিন্দা পরশমনি দেবীর সঙ্গে স্থানীয় যুবক ঘনশ্যাম সিংয়ের। দুজনেই বিবাহিত। দুজনেরই ছেলেমেয়ে রয়েছে। এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে টানাপোড়েন চলছিল। তাতে গ্রাহ্য না করে প্রেম চালিয়ে যাচ্ছিলেন পরশমনি ও ঘনশ্যাম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ঘনশ্যাম দেখা করতে যান পরশমনির সঙ্গে। সেইসময়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন পরশমনির স্বামী। এরপরে গ্রামবাসীদের গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা গিয়েছেন পরশমনি। গুরুতর জখম হয়েছেন ঘনশ্যাম।