বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আই এস আই

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

মায়ামারের রোহিঙ্গা উপজাতিদের ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকাবার চেষ্টা করছে পাকিস্তান গুপ্তচর সংস্থা আই এস আই। এদেশে লক্ষাধিক রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ ঘটাতে চায় তারা। ইতিমধ্যে মায়নামার থেকে কিছু মানুষ ভারতে ঢুকেও পড়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে এখবর জানা গেছে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটির পক্ষে এক আধিকারিক বৃহস্পতিবার জানিয়েছেন, মায়নামার ত্রিপুরা সীমান্তে কৈলাশহর। আর বাংলাদেশের সঙ্গে ৮৮৬ কিলোমিটার লম্বা মায়ামারের সীমান্ত। আবার বাংলাদেশের আখউড়া সীমান্ত দিয়ে মাত্র এক কিলোমিটার গেলেই ত্রিপুরার রাজধানী আগরতলা। তাই, আই এস আই চাইছে এই সব পথে রোহিঙ্গা মুসলমানদের ভারতে ঢোকাতে। তাদের কৌশল, উদ্বাস্তু পরিচয় পত্র তাদের হাতে দিয়ে দেওয়া হবে। ভারতের কোথায় গিয়ে তারা ঘাঁটি গাড়বে সে ব্লু প্রিন্টও তাদের করে দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে যাতে তারা ভারতীয় জনগণের সঙ্গে মিশে যেতে পারে তার জন্যও তাদের প্রাথমিক প্রশিক্ষণ সারা।