বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

হস্টেলে আগুন, ক্ষয়ক্ষতি বহু

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৫, ২০১৭
news-image

বিধ্বংসী অগ্নিকাণ্ডে সাতগাঁওয়ের একটি হস্টেলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনা বুধবার রাতের। গুয়াহাটির সাতগাঁওয়ের নোয়াপাড়ায় গতকাল মধ্যরাতে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল বিকাশ প্রকল্পের অধীনে শিক্ষানবিশ স্টুডেন্টস হস্টেলে সংঘটিত হয় অগ্নিকাণ্ডের ঘটনা। এতে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে কয়েকটি কমপিউটার-সহ গুরুত্বপূর্ণ নথিপত্র। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রিত হয়েছে। বৈদু্যতিক গোলযোগের জন্যই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্তা এবং পুলিশ। তবে এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।