সাঁকরাইলে বিস্ফোরণের তদন্তে পুলিশ, উদ্ধার ১৪টি বোমা

হাওড়ার সাঁকরাইলে বিস্ফোরণের তদন্তে নেমে ১৪টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। বুধবার দুপুর ১.৩০ মিনিট নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে সাঁকরাইল থানার অন্তর্গত মানিকপুর তিন কপাটি পুল এলাকা। বিস্ফোরণে উড়ে যায় তিন কপাটি পশ্চিম পাড়ার বাসিন্দা কোমের আলির পানের দোকানের চাল। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। এখনও পর্যন্ত ওই এলাকা থেকে ১৪টি তাজা বোমা উদ্ধার করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।