মহিলাকে ধর্ষণ করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

পূর্ব মেদিনীপুরের হলদিয়া থানার নয়াচর দ্বীপে মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতের দিকে । বৃহস্পতিবার সকালে সংজ্ঞাহীন অবস্থায় ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে মত্স্যজীবীরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতার বাসিন্দা ওই মহিলা বেশ কয়েক বছর ধরে হলদি নদীর উপরে থাকা নয়াচর দ্বীপে ফিশারি চালাতেন। বুধবার রাতে খাওয়াদাওয়া করে বাড়িতে ঘুমোতে যান। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা জোর করে তাঁর বাড়িতে ঢুকে মারধর শুরু করে। সেই সঙ্গে তাঁকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই ওই মহিলাকে মাছ ধরার জাল দিয়ে তৈরি দোলায় ঝুলিয়ে নদী পার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান।