ধৃত দুই হিজবুল সহকারী

জম্মু ও কাশ্মীরের হান্দওয়ারা এবং কুপওয়ারা জেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন (এইচএম)-এর দুই সন্দেহভাজন সহকারীকে গ্রেফতার করল নিরাপত্তা বাহিনী। ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এবং কুপওয়ারা জেলা থেকে দুই সন্দেহভাজন হিজবুল মুজাহিদিন সহকারীকে গ্রেফতার করা হয়েছে। উভয়ের কাছ থেকে উদ্ধার হয়েছে হ্যান্ড গ্রেনেড।
উর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, গত সোমবার রুটিন তল্লাশির সময় লার্গানাপোড়া বিচওয়াড়া গ্রামের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন হিজবুল মুজাহিদিন সহকারী ওয়াহিদ আহমেদ ভাটকে