চলন্ত ট্রেন থেকে পড়ে আহত যাত্রী

হোজাই জেলার অন্তর্গত যমুনামুখ রেলস্টেশনের কাছে জনৈক রেলযাত্রী ট্রেন থেকে পড়ে গুরতর আহত হয়েছেন। তাঁকে দীপজ্যোতি কলিতা বলে শনাক্ত করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জনৈক সাংবাদিক তাঁকে রেল লাইনের কাছ থেকে উদ্ধার করে হোজাই হাসপাতালে নিয়ে ভরতি করেছেন।
ঘটনার বিবরণ দিয়ে আহত কলিতা পুলিশকে জানান, গতকাল বুধবার রাতে লামডিং-কামাখ্যা এক্সপ্রেসের যাত্রী ছিলেন তিনি। কিন্তু কোনও এক অজ্ঞাত পরিচয় দুর্বৃত্ত তাকে দরজার কাছে এনে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। কী কারণে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে, কেন বা কীভাবে তাঁকে ট্রেনের দরজা পর্যন্ত আনা হয়েছিল সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। তার শারীরিক অবস্থা এতটাই খারাপ যে তিনি ভাল করে কথা বলতে পারছেন না।