গলা কেটে আত্মহত্যার চেষ্টা যুবকের

প্রকাশ্য রাস্তায় গলা কেটে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বাইপাসের অভিষিক্তা মোড়ের কাছে । তাঁর নাম, পরিচয় জানা যায়নি। বিষয়টি দেখতে পেয়ে পুলিশ তাঁকে বাঁচানোর চেষ্টা করলে জলে ঝাঁপ মারেন ওই যুবক। পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে, বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পরিচয় জানার পাশাপাশি কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন তা জানার চেষ্টা করছে পুলিশ। এদিন সকালে আচমকা নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। ভাগ্যক্রমে ঘটনাটি চোখে পড়ে যায় পূর্ব যাদবপুর ট্র্যাফিক গার্ডের এক ওসিএর। তিনি আটকানোর চেষ্টা করতে গেলে ওই যুবক পুকুরে ঝাঁপ দেন।