গঙ্গায় ডুবে মৃত ৬

বিহারের পাটনা জেলার মারাঞ্চি গ্রামে গঙ্গায় ডুবে মৃতু্য হল একই পরিবারের ৬ জন সদস্যের। পাটনার জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার আগরওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মারাঞ্চি গ্রামে গঙ্গায় স্নান করতে নামেন একই পরিবারের ৬ জন সদস্য। হঠাত্ই দুজন গঙ্গায় ডুবে যান। দুজনকে বাঁচাতে গিয়ে নদীর জলে তলিয়ে যান আরও ৪ জন। জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, গঙ্গায় তল্লাশি চালিয়ে ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। সাত সকালে মর্মান্তিক এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।