অভিনেত্রীকে বিয়ে করবেন জাহির খান

এবছরের নভেম্বরেই প্রেমিকা অভিনেত্রী সাগরিকা ঘাটগেকে বিয়ে করবেন জাহির খান । ২৫ মে আংটি বদল করেছেন তাঁরা। বিয়ের মাস জানা গেলেও বিয়ের দিন এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে মনে করা হচ্ছে ২৭ নভেম্বর রিসেপশন দেবেন। পুণে এবং মুম্বই দুজায়গাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে বিয়েটা কোথায় সেটা খোলশা করে জানননি কেউই। সাগরিকার সঙ্গে এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন জাহির। ইনস্টাগ্রামে সেই ছুটির বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন তাঁরা। একটি ছবিতে টেনিস তারকা সানিয়া মির্জা ও তাঁর ক্রিকেটার স্বামী সোয়েব মালিকের সঙ্গে দেখা গিয়েছে জাহির ও সাগরিকাকে। ছুটির মাঝেই চলছে বিয়ের শপিং।