শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার  লেখকের ভূমিকায় বিজেপি সভাপতি অমিত শাহ

News Sundarban.com :
সেপ্টেম্বর ১৪, ২০১৭
news-image

এবার লেখকের ভূমিকায় বিজেপি সভাপতি অমিত শাহ। বিজেপি-র রাজনীতি প্রসঙ্গে একটি বই লিখেছেন। মঙ্গলবার সেই বই প্রকাশিতও হয়েছে। এরপর গুজরাতি ভাষায় মারাঠা ইতিহাস লেখার ইচ্ছাপ্রকাশ করেছেন বিজেপি সভাপতি। এজন্য তিনি পড়াশোনা শুরু করেছেন।
বিজেপি সহ-সভাপতি বিনয় সহস্রবুদ্ধে বলেছেন, একবছর আগে অমিত আমাকে বলেছিলেন, তিনি মারাঠা ইতিহাস পড়তে চান। এরজন্য আমাকে সংসদের পাঠাগার থেকে হিন্দিতে লেখা মারাঠা ইতিহাসের বই খুঁজে দিতে বলেন। তাঁর মতে, গুজরাতের মানুষ ছত্রপতি শিবাজি ও মারাঠা ইতিহাস সম্পর্কে বিশেষ কিছুই জানেন না। তাঁরা শুধু সুরাত লুঠের কথাই জানেন। গুজরাতের মানুষের মারাঠা রাজার কথা জানা উচিত। তাই অন্যভাবে ইতিহাস লেখা জরুরি। অমিত এখন মারাঠা ইতিহাস পড়ছেন। তিনি বইয়ের মাধ্যমে মানুষকে আসল ইতিহাস জানাতে চান।