৭.৬৫ এমএম পিস্তল দিয়ে হত্যা করা হয়েছিল গৌরী লঙ্কেশকে,দাবি ফরেনসিক বিশেষজ্ঞদের

প্রখ্যাত সাংবাদিক গৌরী লঙ্কেশকে যে পিস্তল দিয়ে হত্যা করা হয়েছে সেই একই পিস্তল দিয়ে আগে এমএম কালবুর্গীকে হত্যা করা হয়েছিল। ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের তরফ থেকে করা তদন্তে এমন দাবি করা হয়েছে। এমএম কালবুর্গিকে দেশি ৭.৬৫ এমএম পিস্তল দিয়ে হত্যা করা হয়েছিল। সেই একই আগ্নেয়াস্র দিয়ে সাংবাদিক গৌরী লঙ্কেশকে হত্যা করা হয়েছে। তারা জানিয়েছে যে তাদের পরীক্ষায় যে পিস্তল দিয়ে কালবুর্গিকে হত্যা করা হয়েছিল তার সঙ্গে গৌরী লঙ্কেশের হত্যার সঙ্গে জড়িত পিস্তলের ৮০ শতাংশ মিল পাওয়া গেছে।
উল্লেখ্য ২০১৫ সালের আগস্ট মাসে প্রখ্যাত সাহিত্যিক কালবুর্গিকে খুন করা হয়েছিল। সেই সময় ফরেনসিক বিশেষজ্ঞদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বামপন্থী নেতা গোবিন্দ পানেসরকে যে পিস্তল দিয়ে হত্যা করা হয়েছিল সেই একই পিস্তল দিয়ে কালবুর্গিকে হত্যা করা হয়েছে। অন্যদিকে গৌরী লঙ্কেশ হত্যাকান্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল সিট বুধবার প্রথমিক তদন্তের রির্পোট পেশ করবে। এখনো পর্যন্ত এই হত্যাকান্ডের বিষয়ে সারা কর্ণাটক জুড়ে ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে সিট।