স্কুলের ভিতরে ধর্ষণের শিকার শিশুকন্যা

ফের স্কুলের ভিতরে ধর্ষণের শিকার হতে হল চারবছরের এক শিশুকন্যাকে। এবার ঘটনাস্থল উত্তর বেঙ্গালুরুর একটি বেসরকারি স্কুল। অভিযোগ, স্কুলের ভিতরেই চারবছরের ওই শিশুকন্যাকে ধর্ষণ করা হয়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফেরার পরই যৌনাঙ্গে ব্যথা হচ্ছে বলে মাকে জানায় শিশুটি। বেশ কয়েকবার বমিও করে সে। অসুস্থ শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে এমএসআর রামাইয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিত্সকরাই জানান শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এরপর পুলিশে অভিযোগ জানান শিশুটির বাবা-মা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, স্কুলেরই কোনও নিরাপত্তারক্ষী শিশুর সঙ্গে এমন কাজ করেছে। আপাতত শিশুটি সুস্থ হওয়ার অপেক্ষা করা হচ্ছে। এরপরই তার বয়ান নেওয়া হবে। আর দোষীকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, বেসরকারি ওই স্কুলের নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালোই। স্কুল চত্বরে সিসিটিভি ক্যামেরাও বসানো রয়েছে। তারপরও কেমন করে এই ঘটনা ঘটে গেল। সে বিষয়ে বেশ ধন্দে পুলিশ।