সিবিআইয়ে হাজিরা দিলেন মদন মিত্র

সারদার পর এবার নারদ মামলায় সিবিআইয়ের পাঠানো নোটিশে হাজিরা দিতে বুধবার নিজাম প্যালেসে হাজির হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। বুধবার সকাল ১১.৫০মিনিট নাগাদ সিবিআই দফতরে হাজির হন তিনি। নারদ ঘুষ কেলেঙ্কারী নিয়ে সিবিআই অধিকর্তারা রাজ্যের প্রাক্তন এই মন্ত্রীকে জেরা করছেন বলে সূত্রের খবর।
সোমবার মদন মিত্রকে শুক্রবারের মধ্যে হাজিরা দেওয়ার নোটিশ দেয় সিবিআইয়ের পক্ষ থেকে। তৃণমূল নেতা আর দেরি না করে বুধবারই হাজির হলেন নিজাম প্যালেসে। নারদ কান্ড সিবিআইয়ের লিস্টে দুনম্বরে রয়েছে তাঁর নাম।