বারুইপুরে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-বারুইপুর রোডের পাশ থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার পুরাতন বাজার এলাকায়। খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে। বুধবার সকালে স্থানীয় পথ চলতি মানুষজন ক্যানিং-বারুইপুর রোডের পাশে, পুরাতন বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবককে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছে।