তিনজনকে কুপিয়ে খুন

হঠাত্ খেপে গিয়ে ধারাল অস্ত্রের কোপে তিনজনকে খুন করল এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। জখম হয়েছেন ৬ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিক জেলার হিঙ্গানি-ডেহেরে গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে সত্যিই মানসিক রোগী কিনা, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
নন্দগাঁও থানার পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে এই ঘটনা ঘটে। রবীন্দ্র বাগুল (৩০) নামে ওই মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় কেশব বাগুল, সুভাষ বচ্চভ ও বিজয় পওয়ার নামে তিন ব্যক্তির মৃতু্য হয়েছে। জখম ব্যক্তিদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।