জয়নগরে উদ্ধার সদ্যোজাতের দেহ

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে রাস্তার পাশ থেকে উদ্ধার হল এক সদ্যোজাতের দেহ। সাত সকালে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জয়নগর থানার অন্তর্গত গোচরন স্টেশনের কাছে কাটাপুকুরিয়া গ্রামে। বুধবার সকালে স্থানীয় মানুষজন রাস্তার পাশে একটি ব্যাগে সদ্যোজাত শিশুটিকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জয়নগর থানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থলে আসে।
পুলিশ সূত্রের খবর, বুধবার সকালে স্থানীয় মানুষজন গোচরণ স্টেশন রাস্তার পাশে ঝোপের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। স্থানীয় এক যুবক ব্যাগটা খুলতেই বেড়িয়ে পড়ে সদ্যজাত শিশু কন্যাটির দেহ। খবর চাউর হতেই এলাকার মানুষজন ভিড় করে এলাকায়। এলাকার মানুষজনের দাবি, বাইরে থেকে এসে কেউ এই ব্যাগটিকে ফেলে দিয়ে গিয়েছে।