জোর করে সার্ভিস চার্জ, গুণতে হবে বাড়তি কর

হোটেল ও রেস্তোরাঁ থেকর আদায়ের সময় এবার সার্ভিস চার্জ বাবদ করও আদায় করার পক্ষে সওয়াল করলেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাসওয়ান। বিষয়টি খতিয়ে দেখতে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটিকে বলা হয়েছে। কেন্দ্রীয় সরকার হোটেল বা রেস্তোরাঁর বিলে সার্ভিস চার্জকে গ্রাহকের ইচ্ছের উপর ছেড়ে দিলেও বেশকিছু হোটেল ও রেস্তোরাঁ এখনও দিব্যি সার্ভিস চার্জ নিয়ে চলেছে বলে খবর।
অথচ সেই হোটেল বা রেস্তোরাঁ যখন সরকারকে কর দিচ্ছে তখন তারা সেই কর থেকে রেহাই পেয়ে যাচ্ছে। সরকারি আধিকারিকদের মতে, কোনও হোটেল বা রেস্তোরাঁ যদি গ্রাহকদের কাছ থেকে সার্ভিস চার্জ নেয় তাহলে তাদের শ্বেতপত্রে জানাতে হবে যে সেই টাকা তারা কর্মচারীদের মধ্যেই বিলি করছে, অন্যথায় সেই বাড়তি টাকা তাঁদের করযোগ্য আয়ের মধ্যেই ধরা হবে।